আজকাল ওয়েবডেস্ক: গুয়াহাটির বর্শাপাড়া স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচের মোড় ঘোরানো ইনিংস খেলেন নীতিশ রানা। কেকেআরের প্রাক্তন তারকার ৩৬ বলে ৮১ রানের ভরসায় সম্মানজনক রান তোলে রাজস্থান রয়্যালস। অবশেষে রান ডিফেন্ড করে মরশুমের প্রথম ম্যাচ জেতে। ম্যাচ শেষে রানা জানান, তিনি অসুস্থ ছিলেন। প্র্যাকটিস মিস করেন। কিন্তু রাহুল দ্রাবিড়ের একটা ফোন তাঁকে চাঙ্গা করে দেয়। বাড়িয়ে দেয় মনোবলও। রাজস্থানের হেড কোচ জানান, রানা তিন নম্বরে ব্যাট করবে। যা শুনে প্রচণ্ড খুশি হন বাঁ হাতি। একলাফে বেড়ে যায় মোটিভেশন। নীতিশ রানা বলেন, 'গতকাল রাহুল স্যার আমাকে ফোন করেছিল। আমার শরীর ভাল ছিল না। তাই প্র্যাকটিসে যাইনি। আমাকে ফোন করে জানান, আমি তিন নম্বরে ব্যাট করব। আমি সবসময় এই চ্যালেঞ্জের জন্য তৈরি থাকি। আমার ওপর কেউ আত্মবিশ্বাস দেখালে ভাল লাগে। আমি দায়িত্ব নিতে ভালবাসি।' রাজস্থানের অফিসিয়াল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা ভিডিওতে এমনই জানান রানা। 

প্রথম দুই ম্যাচে রান না পেলেও ফর্মে ফেরার জন্য মরিয়া ছিলেন রানা। তিনি মনে করেন, আইপিএলে অধিকাংশ সময় চাপ নিয়েই খেলতে হয়। রাজস্থানের সাফল্যে নিজের অবদান রাখতে মরিয়া ছিলেন। দ্রাবিড়ের ফোনের পর তিন নম্বরে নেমে কীভাবে খেলবেন পুরো মাথায় ছকে নেন। যার ফলে তাঁর খেলতে সুবিধা হয়। এই প্রসঙ্গে রানা বলেন, 'দ্রাবিড়ের ফোনের পর আমি মনে মনে ঠিক করে নিই এইধরনের উইকেটে আমি কেমন শট খেলতে পারব। যখন তোমার রান করার কথা, রান করবোই। আমি প্রথম দুই ম্যাচে চেষ্টা করেছি। তবে আসল সত্য হল, একটা গেমপ্ল্যান মাথায় নিয়ে নামলে একটু সুবিধা হয়।' জয়ের পর রানা জানান, এই দুই পয়েন্ট মূল্যবান। আগের ম্যাচগুলোর থেকে শিক্ষা নিয়েই এগোচ্ছে রাজস্থান।